Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০১৮

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন


প্রকাশন তারিখ : 2018-09-11

১১ সেপ্টেম্বর ২০১৮খ্রি: মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় ধানমন্ডির ৩২ নম্বর রোডে বৌদ্ধ ধর্মীয় কল্যাণট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দের জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকল ট্রাস্টিবৃন্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল  শহীদ ও জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদদের পারলৌকিক শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ জনাব মো: মাহবুব আলী, সংসদ সদস্য, ২৪২ (হবিগঞ্জ-২), মাননীয় ভাইস চেয়ারম্যান মি: সুপ্ত ভূষণ বড়ুয়া, সম্মানিত ট্রাস্টি মি. মং ক্য চিং চৌধুরী (বান্দরবান পার্বত্য জেলা), সম্মানিত ট্রাস্টি মি. দয়াল কুমার বড়ুয়া (চট্টগ্রাম জেলা), সম্মানিত ট্রাস্টি মিসেস বাসন্তী চাকমা (খাগড়াছড়ি পার্বত্য জেলা), সম্মানিত ট্রাস্টি দীপক বিকাশ চাকমা (রাঙ্গামাটি পার্বত্য জেলা), সম্মানিত ট্রাস্টি খে মং লা রাখাইন  মহোদয় (বরগুনা ও পটুয়াখালী জেলা), সম্মানিত ট্রাস্টি এড. দীপংকর বড়ুয়া পিন্টু (কক্সবাজার জেলা), ও সম্মানিত ট্রাস্টি ডালিম কুমার বড়ুয়া (ঢাকা জেলা) এবং ট্রাস্টের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দ ট্রাস্টের চলমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনাসমূহ সম্মিলিত প্রচেষ্টায় যথাযথ বাস্তবায়নের দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

 

জয়দত্ত বড়ুয়া, সচিব,  বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।