Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ সেপ্টেম্বর ২০১৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ পালন।


প্রকাশন তারিখ : 2016-08-16

অদ্য ১৬ই আগস্ট বিকাল ৪:০০ ঘটিকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬” পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদদের পারলৌকিক শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় । উক্ত আলোচনা সভায় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত সঠিক ইতিহাস ও বিভিন্ন দিক নির্দেশনা এবং তাঁর অবদানের কথা তুলে ধরেন। যিনি না হলে বাংলাদেশ নামক ভূখন্ড জন্মই হতো না। বাঙ্গালিরা বাংলায় কথা বলতে পারত না।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান মি. সুপ্ত ভূষণ বড়ুয়া, সভাপতি আসন অলংকৃত করেন ট্রাস্টের সচিব  মি: জয় দত্ত বড়ুয়া এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি শ্রীমৎ বুদ্ধ প্রিয় মহাথের এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মি: দয়াল কুমার বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মি: অনুপম বড়ুয়া, ও সহকারী শিক্ষক শ্রীমৎ ধর্মানন্দ থের, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের সম্মানিত উপ-সচিব মি: আনন্দ চন্দ্র বাউল ও সহকারী সচিব মি: অসীম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ট্রাস্টের সম্মানিত উপ-পরিচালক মি: শ্যামল মিত্র বড়ুয়া মহোদয়।