Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জুলাই ২০২৩

“বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন : আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-07-30

“বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন : আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অদ্য ২৯ জুলাই, ২০২৩খ্রি:, শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন : আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনার আন্তর্জাতিক ইনস্টিটিউট মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হয়।  

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান জনাব সুপ্ত ভূষণ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব জনাব মো: মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব জনাব মো: গোলাম  সরওয়ার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মু: আ: হামিদ জমাদ্দার।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব জনাব সম্পদ বড়ুয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ইউএসটিসি, চট্টগ্রামের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নীরু বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিসেস ববিতা বড়ুয়া।

 

বিশেষ অতিথি আইন ও বিচার বিভাগের সচিব জনাব মো: গোলাম সরওয়ার বলেন, বৌদ্ধ পারিবারিক আইন বৌদ্ধ সম্প্রদায়ের দীর্ঘ দিনের প্রত্যাশা তা বাস্তবায়নে আইন ও বিচার বিভাগের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব জনাব মো: মইনুল কবির বলেন, যে কোন আইন মন্ত্রি পরিষদের নীতিগত সিদ্ধান্তের পর তা লেজিসলেটিভ ও সংসদ বিভাগে পাঠানো হয়। লেজিসলেটিভ ও সংসদ বিভাগে সবকিছু পরীক্ষা-নীরিক্ষা করে সংসদে প্রেরণ করে। এ আইনটি মন্ত্রি পরিষদের নীতিগত সিদ্ধান্তের পর যত তাড়াতাড়ি সম্ভব  তা সংসদে প্রেরণ করা হবে।  বিশেষ অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মু: আ: হামিদ জমাদ্দার বলেন, বৌদ্ধ পারিবারিক আইনটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে, অতি দ্রুততার সাথে আভ্যন্তরীণ ও আন্ত:মন্ত্রণালয় সভা আহ্বান করে তা মন্ত্রি পরিষদ বিভাগে প্রেরণ করা হবে।

প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি বলেন, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি পারিবারিক আইন প্রণয়ন ও বাস্তবায়ন খুবই জরুরী। দীর্ঘদিন পরে হলেও তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এজন্য আমি বৌদ্ধ সম্প্রদায়ের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। বৌদ্ধ পারিবারিক আইনটি বাস্তবায়নের জন্য সরকার খুবই আন্তরিক এবং তা সহসা বাস্তবায়নের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সব ধরনের সহযোগিতা ও কার্যক্রম গ্রহণ করবেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের সচিব জনাব জয়দত্ত বড়ুয়া। উক্ত সেমিনারে বৌদ্ধ সম্প্রদায়ে  বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জয়দত্ত বড়ুয়া

সচিব, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট