Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২১

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯০তম বোর্ড সভা ১৭ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হয়


প্রকাশন তারিখ : 2021-01-17

১৭ জানুয়ারি, ২০২১খ্রিঃ রবিবার সকাল ১১.০০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জনাব মো: ফরিদুল হক খান এম.পি মহোদয়ের সভাপতিত্বে তাঁরই অফিস কক্ষে (ভবন – ০৮, কক্ষ- ১০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) ট্রাস্টি বোর্ডের ৯০তম সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভার প্রারম্ভে ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ জনাব রমেশ চন্দ্র সেন এম.পি মহোদয় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

সভায় ঢাকায় বৌদ্ধদের জন্য একটি সার্বজনীন বৌদ্ধ শ্মশান নির্মান , ট্রাস্ট তহবিল বৃদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত ১ (এক) কোটি টাকার অনুদান বিলিবন্টন ও বিতরণ বিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়াও, ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের (জমি আছে ঘর নেই- তাদের বাড়ী নির্মাণ) বিষয়ে ব্যক্তিগত পর্যায়ে ২টি পরিবরের জন্য বাড়ী নির্মাণ এর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান মি. সুপ্ত ভূষণ বড়ুয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও সম্মানিত ট্রাস্টি জনাব মো: নূরুল ইসলাম, পিএইচডি. সম্মানিত ট্রাস্টি মি. দয়াল কুমার বড়ুয়া (চট্টগ্রাম জেলা), সম্মানিত ট্রাস্টি  মিসেস বাসন্তী চাকমা, এম.পি (খাগড়াছড়ি পার্বত্য জেলা), সম্মানিত ট্রাস্টি মি: মং ক্য চিং চৌধুরী (বান্দরবান পার্বত্য জেলা), সম্মানিত ট্রাস্টি দীপক বিকাশ চাকমা (রাঙ্গামাটি পার্বত্য জেলা), সম্মানিত ট্রাস্টি মং ক্য চিং চৌধুরী, সম্মানিত ট্রাস্টি খে মংলা রাখাইন (বরগুনা, পটুয়াখালী), সম্মানিত ট্রাস্টি এড. দীপংকর বড়ুয়া পিন্টু (কক্সবাজার জেলা) ও সম্মানিত ট্রাস্টি মি: ডালিম কুমার বড়ুয়া (ঢাকা)। ট্রাস্ট সচিব মি: জয়দত্ত বড়ুয়া সাচিবিক কাজে সহায়তা করেন।

উক্ত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: আলাতাফ হোসেন চৌধুরী, জনাব সাখাওয়াত হোসেন, উপসচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক, প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্প, জনাব মাহবুব আলম, উপ-সচিব (সংস্থা), সিনিয়র তথ্য কর্মকর্তা জনাব মো: আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।