Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুন ২০২৩

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১০২তম বোর্ড সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-06-11

অদ্য ১১ জুন, ২০২৩খ্রিঃ রবিবার সকাল ১১.০০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জনাব মো: ফরিদুল হক খান এমপি মহোদয়ের সভাপতিত্বে মাননীয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে (ভবন নম্বর-৮, কক্ষ-১০৪, ২য় তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) ট্রাস্টি বোর্ডের ১০২তম সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় সচিব জনাব মু: আ: হামিদ জমাদ্দার মহোদয়কে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভার সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভার প্রারম্ভে ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ জনাব রমেশ চন্দ্র সেন এমপি মহোদয় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

সভায় পূর্বাচল নতুন শহরে ট্রাস্টের বরাবরে বরাদ্দকৃত প্লটের অগ্রগতি, ২০২৩ সালের বৌদ্ধ তীর্থ পালন, ওয়াকফ ভবনে ট্রাস্টের অফিস স্থানান্তর এবং প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের অগ্রগতি ও ট্রাস্টের সার্বিক কার্যক্রম নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস চেয়ারম্যান-২ বেগম আরমা দত্ত, এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মু: আ: হামিদ জমাদ্দার, মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব সুপ্ত ভূষণ বড়ুয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মুঃ আঃ আউয়াল হাওলাদার,  ট্রাস্টি জনাব মিথুন রশ্মি বড়ুয়া, ট্রাস্টি  মিসেস ববিতা বড়ুয়া, ট্রাস্টি মিসেস রুপনা চাকমা , ট্রাস্টি জনাব রঞ্জন বড়ুয়া, ট্রাস্টি জনাব জয়সেন তঞ্চঙ্গ্যা, ট্রাস্টি জনাব জ্যোতিষ সিংহ, ট্রাস্টি জনাব হ্লা থোয়াই হ্রী মার্মা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৩য় পর্যায়-এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব ড. মো: মনজুরুল হক। ট্রাস্ট সচিব জনাব জয়দত্ত বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।