বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব ভি.আই.পি অডিটরিয়ামে “বৌদ্ধ পারিবারিক আইন” চূড়ান্তকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
===================================================================================
২১ ডিসেম্বর ২০১৭খ্রিঃ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব ভি আই পি অডিটরিয়ামে “বৌদ্ধ পারিবারিক আইন” চূড়ান্তকরণের লক্ষ্যে মত বিনিময় সভার আয়োজন করা হয় । বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ভাইস-চেয়ারম্যান মি.সুপ্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের মাননীয় সচিব মি. সম্পদ বড়ুয়া এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ফয়েজ আহম্মেদ ভুঁইয়া।
সভার শুরুতে পবিত্র ত্রিপিটক পাঠ করেন শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু, আবাসিক ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার, ঢাকা।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মি: দয়াল কুমার বড়ুয়া স্বাগত বক্তব্য দেন এবং প্রধান অতিথি হিসেবে মাননীয় সচিব মি. সম্পদ বড়ুয়া বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়নের সূচনা, প্রয়োজনীয়তা, পেক্ষাপট, যৌক্তিকতা ও উৎস প্রভৃতি মৌলিক বিষয়ের ভূমিকা বক্তব্য প্রদান করেন।
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া বলেন, আমরা চাই বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও মহামান্য রাষ্ট্রপতির দপ্তরের মাননীয় সচিব মি. সম্পদ বড়ুয়ার যৌথ নেতৃত্বে বৌদ্ধ পারিবারিক আইন চূড়ান্তকরণের লক্ষ্যে সকলের নিকট অভিমত ব্যক্ত করেন।
অতপর বৌদ্ধ পারিবারিক আইন বিষয়ে আরও বক্তব্য প্রদান করেন মি. ডিপি বড়ুয়া, সাবেক এমডি (বাসস), মি. পবন চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান (সচিব) বেজা, ড. প্রনব রঞ্জন বড়ুয়া, মহাসচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ সুকোমল বড়ুয়া, সাবেক সচিব, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ডা: অসীম কুমার বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন, মি. নেত্রসেন বড়ুয়া, নির্বাহী সভাপতি, বাংলাদেশ বুদ্দিস্ট ফেডারেশন, মি. প্রমথ বড়ুয়া,সহসভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, মি. রূপায়ন বড়ুয়া, চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য মিসেস বেবি বড়ুয়া এবং বিশিষ্ট মহিলা রাজনীতিবিদ মিসেস ববিতা বড়ুয়া।
মূক্ত আলোচনা পর্বে বিশিষ্ট সমাজসেবক মি. অশোক বড়ুয়া, মি. অমূল্য বড়ুয়া, সাবেক অতি: আইজি (পুলিশ), মি. কনক বড়ুয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মি. শাক্য প্রিয় বড়ুয়া, শ্রীমৎ সুনন্দ প্রিয় ভিক্ষু, ড. জগন্নাথ বড়ুয়া, মি. বিমান বিহারী বড়ুয়া, মি. প্রসেনজিত বড়ুয়া অলক, মি. বিজয় বড়ুয়া, মি. পূর্ণ বর্ধন বড়ুয়া, মি. বোধিপাল বড়ুয়া, মি. কিশোর কুমার বড়ুয়া তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন।
এছাড়াও সকল স্তরের বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ ও বৌদ্ধ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, মিডিয়াকর্মী, মানবাধিকার কর্মী, আইনজীবি, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, মহিলা নেতৃবৃন্দ ও রাজনীতিবিদসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।