Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ডিসেম্বর ২০২০

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এম.পি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ


প্রকাশন তারিখ : 2020-12-03

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এম.পি মহোদয়ের সাথে  সৌজন্য সাক্ষাৎ

অদ্য ০৩ ডিসেম্বর, ২০২০খ্রি: তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব মো: ফরিদুল হক খান এম.পি মহোদয়ের  সাথে তাঁর  অফিসকক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে ট্রাস্টের পক্ষ হতে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়।

সাক্ষাৎকার অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে  অবহিত করা হয় এবং বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

এছাড়াও বৌদ্ধ পারিবারিক আইন প্রণয়ন , ঢাকা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সার্বজনীন শ্মশান নির্মাণের বিষয় এবং নেপালের লুম্বিনীতে বাংলাদেশ প্যাগোডা ও বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ বিষয়েও আলোচনা করা হয়। মাননীয় প্রতিমন্ত্রী সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মুক্ত চেতনা প্রসূত  একটি অসম্প্রদায়িক রাষ্ট্র। তিনি বলেন, এখানে সকল ধর্মীয় সম্প্রদায়ের সমানভাবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। বঙ্গবন্ধু লালিত স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, দুর্নীতিমুক্ত অসম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অচিরে উন্নত রাষ্ট্রের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি দল, মত, বর্ণ, গোত্র নির্বিশেষে একযোগে কাজ করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে, ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ মিজ. আরমা দত্ত এম.পি, সম্মানিত ট্রাস্টি ধর্ম মন্ত্রণালয়ের মাননীয সচিব মো: নূরুল ইসলাম, পিএইচডি, সম্মানিত ভাইস চেয়ারম্যান মি: সুপ্ত ভূষণ বড়ুয়া, সম্মানিত ট্রাস্টি মি: দয়াল কুমার বড়ুয়া, সম্মানিত ট্রাস্টি মি: ডালিম কুমার বড়ুয়া বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: আলতাফ হোসেন চৌধুরী, ট্রাস্ট সচিব মি: জয়দত্ত বড়ুয়া এবং উপ-সচিব জনাব মো: মাহবুব আলমসহ ট্রাস্টের অন্যন্যা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ঢাকা।