Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০২৩

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১০৪তম বোর্ড সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2023-10-12

অদ্য ১২ অক্টোবর, ২০২৩খ্রিঃ বৃহস্পতিবার সকাল ৯.৩০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জনাব মো: ফরিদুল হক খান এমপি মহোদয়ের সভাপতিত্বে মাননীয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে (ভবন নম্বর-৮, কক্ষ-১০৪, ২য় তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) ট্রাস্টি বোর্ডের ১০৪তম সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।

সভায় আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব ২০২৩ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত ২(দুই) কোটি টাকার অনুদান জেলাভিত্তিক বিলিবন্টন ও বিতরণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 

সভায় অভিমত ব্যক্ত করা হয় যে, শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর উদোৎসব ২০২৩ উপলক্ষে প্রদত্ত ২(দুই) কোটি টাকা অনুদান প্রাপ্তিতে বৌদ্ধ জনগণ খুবই গর্বিত ও বিশেষভাবে উপকৃত। মাননীয় প্রধানমন্ত্রীর এ মহানুভবতার জন্য সভায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় তথা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ও মাননীয় ধর্মসচিবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এছাড়াও সভায় আগামী ০৬ নভেম্বর ২০২৩ তারিখে সর্বমোট ৩০জন তীর্থযাত্রী নিয়ে নেপালের পবিত্র বুদ্ধের জন্মস্থান লুম্বিনী ও কাঠমন্ডু ভ্রমণ, পূর্বাচল নতুন শহরে ট্রাস্টের বরাবরে বরাদ্দকৃত প্লটের অগ্রগতি, ওয়াকফ ভবনে ট্রাস্টের অফিস স্থানান্তর এবং প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের অগ্রগতি, লুম্বিনীতে বাংলাদেশ প্যাগোডা ও বুদ্ধিস্ট কালচারাল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও ট্রাস্টের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

 ২০২২-২৩ অর্থ বছরে মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক APA (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) মূল্যায়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর/সংস্থার মধ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রথম স্থান অর্জন করায় সভায় অভিনন্দন জ্ঞাপন করা হয়। সার্বিক সহযোগিতা করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম সচিব, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সকল সদস্য, অতিরিক্ত সচিব (সংস্থা)সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মু: আ: হামিদ জমাদ্দার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব সুপ্ত ভূষণ বড়ুয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা আলম, ট্রাস্টি জনাব মিথুন রশ্মি বড়ুয়া, ট্রাস্টি  মিসেস ববিতা বড়ুয়া, ট্রাস্টি মিসেস রুপনা চাকমা , ট্রাস্টি জনাব রঞ্জন বড়ুয়া, ট্রাস্টি জনাব জয়সেন তঞ্চঙ্গ্যা, ট্রাস্টি জনাব জ্যোতিষ সিংহ, ট্রাস্টি জনাব হ্লা থোয়াই হ্রী মার্মা। ট্রাস্ট সচিব জনাব জয়দত্ত বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত
জয়দত্ত বড়ুয়া,

সচিব, বৌদ্ধ  ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।