Wellcome to National Portal
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০১৮

১২ আগস্ট ২০১৮খ্রি:, রবিবার বিকাল ৪:০০ টায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট তহবিল হতে প্রদত্ত বিভিন্ন বৌদ্ধ বিহারের অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ২৫ (পঁচিশ) লক্ষ টাকা চেকের মাধ্যমে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিতরণ করা হয়।


প্রকাশন তারিখ : 2018-08-16

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তহবিল হতে বিভিন্ন বৌদ্ধ বিহারের অনুকূলে প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান 
====================================================================

১২ আগস্ট ২০১৮খ্রি:, রবিবার বিকাল ৪:০০ টায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট তহবিল হতে প্রদত্ত বিভিন্ন বৌদ্ধ বিহারের অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ২৫ (পঁচিশ) লক্ষ টাকা চেকের মাধ্যমে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিতরণ করা হয়। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মি: সুপ্ত ভূষণ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের মাননীয় সচিব মি: সম্পদ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মি: সুব্রত পাল, মাননীয় ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মি: দয়াল কুমার বড়ুয়া, ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মি: শ্যামল ভট্টচার্য, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মি: নেত্রসেন বড়ুয়া, সভাপতি, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, ঢাকা, শ্রীমৎ ভিক্ষু সুনন্দপ্রিয়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, ঢাকা, মি: রূপায়ন বড়ুয়া, চেয়ারম্যান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, ঢাকা, মি: রিপন বড়ুয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ৫নং ওয়ার্ড, সবুজবাগ, ঢাকা। 
অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান মি: সুব্রত পাল বলেন, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, মুসলমান- সবাই বাংলাদেশের নাগরিক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর নেতৃত্বে একযোগে কাজ করতে হবে। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের মাননীয় সচিব মি: সম্পদ বড়ুয়া বলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বর্তমানে যেভাবে কাজ করছে তা পূর্বে লক্ষ্য করা যায়নি। বর্তমান ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান মাননীয় ধর্মমন্ত্রী, ভাইস চেয়ারম্যানসহ সম্মানিত ট্রাস্টিবৃন্দের সক্রিয় সহযোগিতায় ট্রাস্টের কার্যক্রম খুবই দৃশ্যমানভাবে তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছে। বাংলাদেশের বৌদ্ধ জনগণ এর সুফল ভোগ করছে।
সভাপতি মি: সুপ্ত ভূষণ বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় ধর্মমন্ত্রীর নেতৃত্বে ট্রাস্টিবৃন্দের পারষ্পারিক সহযোগিতায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম বর্তমান পর্যায়ে উপনীত হয়েছে। এই ধারা আরও বেগবান করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে মাননীয় প্রধান অতিথির হাত হতে স্ব-স্ব অনুদানের চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ট্রাস্টের সচিব মি. জয়দত্ত বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের উপ-পরিচালক মি. শ্যামল মিত্র বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে প্রত্যেক বিহারের সভাপতি/সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

জয়দত্ত বড়ুয়া
সচিব
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।